সাঁওতালদের জন্য রোমান হরফে বই প্রণয়নের দাবিতে নাচোলে মানববন্ধন

সাঁওতাল শিশুদের জন্য সান্তালী বা রোমান হরফে প্রাক-প্রাথমিকের বই প্রণয়নের দাবিতে রোববার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মানববন্ধন করেছে আদিবাসীরা। দুপুরে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের ব্যানারে বিভিন্ন এলাকার আদিবাসী নারী-পুরুষরা মানববন্ধনে অংশ নেন।
ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে  বক্তব্য রাখেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুর্মু, সান্তাল সমন্বয় পরিষদের সভাপতি কর্নেলিউস মুর্মু, তাবিথা সংবাদের সম্পাদক স্টেফান সরেন, সাঁওতাল লেখক ফোরামের সাধারণ সম্পাদক প্রভাত টুডু।

বক্তারা বলেন, ১৮৬৩ সাল থেকে সান্তালী ভাষা লেখার ক্ষেত্রে সান্তালী বা রোমান হরফ ব্যবহার হয়ে আসছে। কিন্তু সাঁওতাল শিশুদের জন্য সরকার যে বই প্রণয়নের উদ্যোগ নিয়েছে সেখানে বাংলা বর্নমালা ব্যবহারের পায়তারা করছে একশ্রেণীর সুবিধাবাদী আদিবাসীরা। বাংলা ভাষা ব্যবহার করলে সান্তালী ভাষার উচ্চারন সঠিক হবেনা বলেও দাবি করেন তারা। বর্নমালা বিতর্কের জন্য এখনো সান্তালী ভাষায় বই প্রণয়ন যাচ্ছেনা বলেও জানান তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৪-০২-১৮

,