কৃষিবিদ দিবস পালিত

“বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান” শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার কৃষিবিদ ইনিষ্টিটিউশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা হয়।
দিবসটি উপলক্ষে সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্মেলন কক্ষে সভায় মিলিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কল্যাণপুর হটিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. মোঃ সাইফুর রহমান, অব. জেষ্ঠ্য কৃষিবিদ আফতাবউদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল আলম শাহ্, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যাণতত্ত্ব গবেষণা কেন্দ্রের (আম গবেষণা কেন্দ্র) মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হামিম রেজা, জেলা কৃষিবিদ ইনিষ্টিটিউশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সোহেল, সহ-সাধারণ সম্পাদক রোকনুজ্জামানসহ অন্যরা। বক্তরা বলেন, কৃষি প্রধান দেশ বাংলাদেশ। দেশে সাম্প্রতিক সময়ে কৃষির প্রতিটি ক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে। কৃষি ক্ষেত্রে অগ্রগতির কারণে দেশ খাদ্যে সয়ংসম্পুর্ণতা অর্জণ করেছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে কৃষকরা অনেক লাভবান হয়েছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে কৃষিবিদরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ভবিষ্যতে কর্মসংস্থান ও দেশের উন্নয়নে কৃষি বিভাগে আরও উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০২-১৮