বিশ্বরোড মোড়ে ট্রাকের ধাক্কায় প্রাণগেল অটোরিক্সা চালকের
চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহনেয়ামতুল্লাহ ডিগ্রি কলেজ সংলগ্ন বিশ্বরোড মোড়ে ট্রাকের ধাক্কায় এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। নিহত অটোরিক্সা চালকের নাম কামাল হোসেন। সে টিকরামপুর এলাকার ইমরান আলীর ছেলে। সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাবের রেজা আহম্মেদ জানান, সকালে সোনামসজিদগামী একটি ট্রাক বিশ্বরোড মোড়ে ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটো রিকশা থেকে ছিটকে পড়েন কামাল এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০১-১৮
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাবের রেজা আহম্মেদ জানান, সকালে সোনামসজিদগামী একটি ট্রাক বিশ্বরোড মোড়ে ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটো রিকশা থেকে ছিটকে পড়েন কামাল এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০১-১৮