নতুন বছরে ৩৬ লাখ নতুন বই উঠবে জেলার শিক্ষার্থীদের হাতে

বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌছে দেয়ার কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে আগামী বছরের (২০১৮ সালে) প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় ৩৬ লাখ নতুন বই বিতরণ করা হবে। ফলে নতুন কাসে নতুন বইয়ের মলাট উল্টোনোর সুখানুভুতি ভোগ করবে জেলার ২ লাখেরও বেশি শিক্ষার্থী।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন বইয়ের পাতা উল্টোনোর সাথে সাথে শিক্ষার্থীদের পড়ার প্রতি আগ্রহও বাড়ে, ফলে আঙ্খিত ফলফলও অর্জিত হয় তাদের।
সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে শিক্ষা বিভাগে চলছে বিশাল কর্মযজ্ঞ, ছাপাখানা থেকে আসা বই আবারো সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেয়ার কাজটি ইতোমধ্যেই শুরু হয়েছে। ওই সূত্র জানায়, আগামী ১ জানুয়ারি বই উৎসবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের তুলে দেয়া হবে ৩৬ লাখ ৬৯ হাজার ৪৯০টি নতুন বই।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানান, ২০১৮ সালে জেলার ৭০৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখের বেশি শিক্ষার্থীর জন্য ১০ লাখ ২ হাজার ৪৫৬ টি বইয়ের চাহিদা ছিলো। গত ৬ ডিসেম্বর শতভাগ বই চাঁপাইনবাবগঞ্জে এসেছে। এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বই পৌঁছানোর কাজ শুরু হয়েছে।
অন্যদিকে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানান, মাধ্যমিক পর্যায়ে তাদের মোট বইয়ের চাহিদা ছিলো, ১৮ লাখ ১১ হাজার ৫৮৮টি। ১৭ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের বই এসেছে প্রায় ৯০ ভাগ। অন্যদিকে দাখিলে, মোট চাহিদা ছিলো ৫ লাখ ৬৬ হাজার ৮১৪ টি,  বই এসেছে প্রায় ৮৭ ভাগ , এবতেদায়ীতে বইয়ের চাহিদা ছিলো ২ লাখ ৫৩ হাজার ৬৫২টি। বই এসেছে ৪৩ ভাগ।
এছাড়াও এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য ৩৩ হাজার ৫৪০ টি বইয়ের চাহিদার বিপরীতে বই পাওয়া ৬৮ ভাগ, দাখিল ভোকেশনাল এ মোট ১৪৪০টি বইয়ের চাহিদার বিপরীতে বই এসেছে ৫৪ ভাগ।
সোমবার চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগরে তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নিজ নিজ বিদ্যালয়ের অনুকুলে বরাদ্দকৃত বই বিভিন্ন যানবহনে করে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে দুপুরে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়েও মাধ্যমিক পর্যায়ের বই বুঝে নিতে দেখা যায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের জানান, ‘‘২০১৮ সালের জন্য চাহিদার শতভাগ বই আমরা হাতে পেয়েছি, বিদ্যালয়গুলোতে পৌঁছানোর কাজ শুরু হয়েছ, প্রতিটি বিদ্যালয়ে আগামী ১ জানুয়ারি বই উৎসবের মাধ্যমে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ জানান, দুয়েকটা ছাড়া চাহিদার প্রায় সব বই চলে এসেছে, আগামী কদিনের মধ্যেই অবশিষ্ট বই গুলোও আমরা পেয়ে যাব। সেসাথে বিদ্যালয়গুলোতে বই পাঠানোর কাজ চলছে। বছরের প্রথম দিনে বই উৎসবে আমরা শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক ভাবে বই তুলে দিব।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১২-১৭