রহনপুর মুক্ত দিবস পালিত

আজ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে গোমস্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজনে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে রহনপুর কলোনী মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা স্মৃতিস্তম্ভে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।  এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। র‌্যালিতে স্থানীয় মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, স্কুল কলেজের শিক্ষাথীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১১ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা রহনপুরে প্রবেশ করে। এসময় রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে থাকা পাক সেনারা রহনপুর রেল স্টেশন দিয়ে পালিয়ে যায়। এরপর আর কোন যুদ্ধ হয়নি রহনপুরে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ১১-১২-১৭

,