শিবগঞ্জে বাল্যবিবাহ নিরোধকল্পে এক কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ নিরোধকল্পে ও মোবিলাইজেশন বিষয়ক দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ এলসিবিসিই প্রকল্পের আয়োজনে উপজেলা প্রশাসন ও ইউনিসেফের যৌথ সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সায়েমা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আকতার, ইউনিসেফ রাজশাহী প্রতিনিধি রমা সাহা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শরিফা খাতুন।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সচিব, সাব-রেজিস্ট্রার, বিবাহ নিবন্ধক, শিক্ষক, ইমামরা অংশ নেয়। কর্মশালায় সময়োপযোগি করেন নতুনভাবে প্রণয়নকল্পে প্রণীত বাল্যবিবাহ নিরোধ আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সেই সাথে বাল্যবিবাহ নিরোধকল্পে জনপ্রতিনিধিদের আরো এগিয়ে আসার আহবান জানানো হয় কর্মশালায়।
এদিকে আমাদের গোমস্তাপুর  প্রতিবেদক জানান, বেসরকারি সংস্থা ব্রাক গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে বোয়ালিয়া ইউনিয়ন পরিষোদে  সোমবার বাল্য বিবাাহ প্রতিরোধের করনিয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় ।
বোয়ালিয়া ইউনিয়ন পরিষোদের চেয়ারম্যান জিয়াউর রহমান আকবরের সভাপতিত্বে  বক্তব্য রাখেন  এল.সি.এল ফ্যাসিলেটর ফরিদপুর (ব্রাক) এস এম বাহাউদ্দীন রুমি, উপজেলা ম্যানেজার (লিগাল এইড) (ব্রাক) গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ  বজলুর রহমান, নারী উন্নয়ন ফোরামের সদস্য জাহনারা খাতুন , ইউপি সদস্য এজাজুল হক টাইফ, মোস্তফা কামাল ,ফাতেমা বেগম , কাজি সেরাজুল ইসলাম  প্রমুখ।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৪-১২-১৭

, ,