প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রাথমিক শিার গুণগত মানোন্নয়নে শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রাথমিক শিা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন চাঁপাইনবাবগঞ্জে সনাক সহ-সভাপতি গৌরী চন্দ সিতু। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) আব্দুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন,সনাকের ড.দীপালী রাণী দাস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শিক্ষা মান উন্নয়নে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যাপারে তিনি সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলির ব্যবস্থাপনা কমিটিকে (এসএমসি) আরো সক্রিয় ভূমিকা পালন এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে নিয়মিত বাড়ি পরিদর্শন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের জন্য নিয়মিত পাঠদানের জন্য তিনি শিক্ষকদের অনুরোধ জানান। সভায় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়েদুল ইসলাম ও আব্দুল মোমেন, মনিটরিং অফিসার ইসাহাক আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তাশেম উদ্দিন সহ সনাক সদস্য,শিক্ষা অফিসের কর্মকর্তা,বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সনাক আয়োজিত সভাটি সঞ্চালনা করেন টিআইবি এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১২-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১২-১৭