নতুন প্রজন্মের এগিয়ে যাবার প্রত্যয় নিয়ে মহান বিজয় দিবস পালিত

সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রজন্মের এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জরে ৫ উপজেলায় নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে শুরু হওয়া দিবসের কর্মসুচির প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সামনে শহীদ স্মৃতি ফলকে জনতার ঢল নামে। সরকারি কর্মসুচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, জেলা পরিষদ, সিভিল সার্জন অফিস, পল্লী বিদ্যুৎ সমিতিসহ  সাংস্কৃিতক সংগঠনসহ দিবসটি উপলে দিনব্যাপি নানান কর্মসুচি পালন করেছে।
সকাল সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কর্যলয়ের সামনে শহীদ স্মৃতি ফলকে  জেলা প্রশাসক মাহমুদুল হাসান পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার সিরাজুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মঈনুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করে।

ভোরে সরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ স্মৃতি ফলকে এবং সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। দিবসটি উপলে সৈখিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্টেডিয়ামে। এছাড়াও ক্রিকেট প্রতিযোগিতা, শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ শাহনেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেয়াসহ হাসপাতাল, জেলখানা, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
সন্ধ্যায় সরকারি হরিমোহন উচ্চ বিদ্যালয় মাঝে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিজয় দিবস উপলক্ষে সরকারি কর্মসুচির পাশাপাশি বিভিন্ন সংগঠনের উদ্যোগে ও বিভিন্ন উপজেলায় যে সমস্ত কর্মসুচি পালন হয়-

আওয়ামী লীগ
এর আগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্য়লয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করে সংসদ সদস্য আব্দুল ওদুদ। পরে পৌর আওয়মী লীগের উদ্যোগে বিজয় র‌্যালি বের করে শহীদ স্মৃতি ফলকে এবং সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আব্দুল ওদুদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি
বিজয় দিবসের প্রথম প্রহরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপি’র বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
জাসদ

বিজয় দিবসের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা জাসদ, জাসদ ছাত্রলীগ ও যুবজোটের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রিয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা জাসদের সাধারন সম্পাদক আযাহারুল ইসলাম পিন্টু, জেলা যুবজোটের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তসিকুল রেজা তনু। অন্যাদিকে সকাল ৮ টার দিকে  শ্রদ্ধা নিবেদন করেন জেলা জাতীয় নারীজোটের সভাপতি তোহিদা খাতুন কমলা ও সাধারন সম্পাদক শারমিন সুলতানা সোমা, জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল হামিদ রুনুসহ জাসদ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সকালে বিজয় র‌্যালি বের করা হয়। শহরের বড় ইন্দারা মোড় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। পরে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (চ:দা:) শাহরিয়ার কবির, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মকবুল হোসেন।
এদিক চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ, শাহনেয়ামতুল্লাহ কলেজ, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ , নামোশংকরবাতি উচচ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল  ও কলেজ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
বিএমএ


বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সকালে  জেলা প্রশাসকের কার্যলেয় সামনে শহীদ স্মৃতি ফলকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ গোলাম রাব্বানী, সাবেক সভাপতি ডাঃ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ডাঃ নাহিদ ইসলাম মুন।

আইনজিবি
দিবসটি উপলক্ষে জেলা আইনজিবি সমিতি উদ্যোগে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শিবগঞ্জ

আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান, শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য গোলাম রাব্বানী।  এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র কারীবুল হক রাজিন ও ওসি হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত ছিলেন।
সকালে শিবগঞ্জ স্টেডিয়ামে বিভিন্ন শিা প্রতিষ্ঠান ও সংগঠনের অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করা হয়। কুচকাওয়াজ শেষে স্টেডিয়াম বিভিন্ন ধরণের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়। বেলা সাড়ে ১১ টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে প্রাঙ্গনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
শিবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,সংসদ সদস্য গোলাম রাব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ আতাউর রহমান, পৌরসভা মেয়র কারিবুল হক রাজিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন, সাংগাঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, সহকারী কমিশনার (ভূমি) বরমান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান।
অন্যদিকে এবারই প্রথম উপজেলার মোবারকপুর ইউনিয়নের কলাবাড়ি এলাকায় সন্ধান পাওয়া নতুন গণকবরে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে পুষ্পস্তবক অর্পণ করেন ধোবপুকুর তরুণ উন্নয়ন কাবসহ স্থানীয়রা।
 নাচোল

আমাদের নাচোল প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা হয়। নাচোল সরকারী কলেজ স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ, সকল সরকারী ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তলন, সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন শিা প্রতিষ্ঠান ও সংস্থার কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শণ অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এ সময়  উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক, নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান।
সন্ধ্যায় বিভিন্ন শিাপ্রতিষ্ঠানের শিার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
গোমস্তাপুর 
 আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিজয় দিবস পালিত । উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসুচীর সুচনা হয়।
গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে সুর্যোদয়ের সাথে সাথে সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, বিএনপিসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। এতে অংশ নেন জাতীয় সংসদ সদস্য গোলাম  মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান বাইর”ল ইসলাম, রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, ইউএনও শিহাব রায়হান, সহকারী কমিশনার (ভূমি) আসিফ আহমদ, গোমস্তাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, গোমস্তাপুর থানার ওসি শেখ শাহীন কামাল, ওসি (তদন্ত) এসএম জাকারিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুর”ন্নেসা বাবলী। পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। অপরদিকে রহনপুর এবি সরকার উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ এবং কুচকাওয়াজ পরিদর্শণ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়
ভোলাহাট  
 আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, ভোলাহাটে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন হয়েছে। কর্মসূচীর মধ্যে সকালে সূর্যোদের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুরু হয়। ভোলাহাট স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, ভোলাহাট প্রেসকাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সাড়ে ৮টার সময় রামেশ্বর হাই স্কুল মাঠে উপস্থিত থেকে জাতিয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসান ও অফিসার ইনর্চাজ ফাসির উদ্দিন।
বেলা ১১ টায় রামেশ্বর হাই স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রধান করা হয়। এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আমিনুল হক, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ডা.আশরাফুল হক চুনু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল খালেক।
শেষে পুরুস্কার বিতরণ করা হয়।






চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-১২-১৭






























, , , ,