শিবগঞ্জে ডাকাতসহ ২জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জে আবদুল অহাব (৪০) নামে এক জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবদুল অহাব উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ের চাকলা ডুবনীপাড়া গ্রামের মৃত লসকর আলীর ছেলে।
শিবগঞ্জ থানার এএসআই মাহফুজ জানান, গোপন সংবাদের শুক্রবার রাতে আড়গাড়াহাট বাজারে অভিযান চালিয়ে অহাবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ডাকাতির মামলা রয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় অহাব শীর্ষ ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ রাস্তায় গাছ কেটে গুড়ি ফেলে ডাকাতি করে আসছিল। অন্যদিকে সোনামসজিদের বাগবাড়ি এলাকা থেকে বিশেষ ক্ষমতার আইনের বিস্ফোরক মামলার সেতাউর রহমান (৬০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে সোনামসজিদ গাজীপুর হাজীপাড়া গ্রামের মৃত চুটু আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৩-১২-১৭

,