বাজারে এলো শহীদ আফ্রিদির মডেলিং গান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের লাস্ট জিনিয়াস মাল্টিমিডিয়ার প্রথম মডেলিং গান ও আমার বন্ধুগো চির সাথী পথচলা মুক্তি পেয়েছে। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন লাস্ট জিনিয়াস মাল্টিমিডিয়ার চেয়ারম্যান শহীদ আফ্রিদি নিজেই ও তার সাথে ছিলেন ঈশিতা তাবাস্সুম রিনিলা।
শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনামসজিদ এলাকার বিভিন্ন লোকেশনে একঝাঁক তুরুনদের নিয়ে গানটির শুটিং কারা হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কানসাট গোপালনগর মোড়ে আমানুল্লাহ মার্কেটের ৪র্থ তলায় লাস্ট জিনিয়াস মাল্টিমিডিয়ার প্রধান কার্যালয়ে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে গানটি মুক্তি লাভ করে। এইচ.আর জাকিরের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, লাস্ট জিনিয়াস মাল্টিমিডিয়ার পরিচালক মিশকাত আহমেদ রোমান, আতিকুল ইসলাম পলাশ, মিজান প্রমূখ। মডেল শহীদ আফ্রিদি বলেন, অনেক কষ্টের পরে আমরা আমাদের তরুনদের সহযোগিতায় গানটির কাজ সম্পন্ন করতে পেরেছি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-১১-১৭
শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনামসজিদ এলাকার বিভিন্ন লোকেশনে একঝাঁক তুরুনদের নিয়ে গানটির শুটিং কারা হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কানসাট গোপালনগর মোড়ে আমানুল্লাহ মার্কেটের ৪র্থ তলায় লাস্ট জিনিয়াস মাল্টিমিডিয়ার প্রধান কার্যালয়ে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে গানটি মুক্তি লাভ করে। এইচ.আর জাকিরের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, লাস্ট জিনিয়াস মাল্টিমিডিয়ার পরিচালক মিশকাত আহমেদ রোমান, আতিকুল ইসলাম পলাশ, মিজান প্রমূখ। মডেল শহীদ আফ্রিদি বলেন, অনেক কষ্টের পরে আমরা আমাদের তরুনদের সহযোগিতায় গানটির কাজ সম্পন্ন করতে পেরেছি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-১১-১৭