৭ই মার্চ, বর্ণিল সাজে মুজিব চত্বর


‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ’..... বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অর্ন্তভুক্ত হওয়ার মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ করায় দেশজুড়ে ২৫ নভেম্বর যে আনন্দ আয়োজন করা হয়েছে তার অংশ হিসেবে বর্ণিল সাজে সাজানো হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বর। ২৫ নভেম্বর সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। বিকেলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবিটি সহকর্মী কপোত নবীর ফেসবুক ওয়াল থেকে নেয়া।