রাজধানীর দুই বিপণি বিতান থেকে শতাধিক আইফোন জব্দ
রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও গুলশান এভিনিউ এলাকার মলি ক্যাপিটা সেন্টারে অভিযান চালিয়ে শতাধিক আইফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে এই ফোনগুলো আমদানি করা হয়েছিল।
সোমবার দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, বিটিআরসি প্রতিনিধি এবং ঢাকা মহানগর পুলিশের সমন্বিত একটি দল বসুন্ধরা শপিং কমপ্লেক্স এলাকায় অভিযানে এসব ফোন উদ্ধার করা হয়। অভিযান পরিচালনার দায়িত্ত্বে ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক সহিদুজ্জামান সরকার। শপিং কমপ্লেক্সে তাদের আসার খবর পেয়ে বসুন্ধরার ৬ তলা এবং নিচতলার মোবাইলে ফোনের অধিকাংশ দোকান বন্ধ করে ফেলেন দোকানিরা। এর মধ্যে ৩ টি দোকানে তারা ঢুকতে সমর্থ হন। এই দোকান ৩টি থেকেই শতাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।
অভিযান শেষে সহিদুজ্জামান সরকার জানান, “এই সব আইফোন নিয়ম বহির্ভূতভাবে আনা হয়েছে, যার নম্বর বিটিআরসির নথিভুক্ত নয়। অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে আনার অভিযোগে এগুলো জব্দ করা হয়েছে।”
একই সময়ে উপপরিচালক এইচ এম শরিফুল হাসানের নেতৃত্বে আর একটি দল গুলশান এভিনিউ এলাকায় অভিযানে মলি ক্যাপিটা সেন্টারে বিভিন্ন দোকান থেকে আইফোন সহ বিভিন্ন ব্র্যান্ডের শতাধিক ফোন আটক করে।
অভিযানের বিষয়ে সহিদুজ্জামান বলেন, “এই অভিযান আসলে একটি মেসেজ। যে কোনো সময় আমরা আবার অভিযান চালাব।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ প্রেস রিলিজ/ ১৩-১১-১৭
অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে এই ফোনগুলো আমদানি করা হয়েছিল।
সোমবার দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, বিটিআরসি প্রতিনিধি এবং ঢাকা মহানগর পুলিশের সমন্বিত একটি দল বসুন্ধরা শপিং কমপ্লেক্স এলাকায় অভিযানে এসব ফোন উদ্ধার করা হয়। অভিযান পরিচালনার দায়িত্ত্বে ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক সহিদুজ্জামান সরকার। শপিং কমপ্লেক্সে তাদের আসার খবর পেয়ে বসুন্ধরার ৬ তলা এবং নিচতলার মোবাইলে ফোনের অধিকাংশ দোকান বন্ধ করে ফেলেন দোকানিরা। এর মধ্যে ৩ টি দোকানে তারা ঢুকতে সমর্থ হন। এই দোকান ৩টি থেকেই শতাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।
অভিযান শেষে সহিদুজ্জামান সরকার জানান, “এই সব আইফোন নিয়ম বহির্ভূতভাবে আনা হয়েছে, যার নম্বর বিটিআরসির নথিভুক্ত নয়। অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে আনার অভিযোগে এগুলো জব্দ করা হয়েছে।”
একই সময়ে উপপরিচালক এইচ এম শরিফুল হাসানের নেতৃত্বে আর একটি দল গুলশান এভিনিউ এলাকায় অভিযানে মলি ক্যাপিটা সেন্টারে বিভিন্ন দোকান থেকে আইফোন সহ বিভিন্ন ব্র্যান্ডের শতাধিক ফোন আটক করে।
অভিযানের বিষয়ে সহিদুজ্জামান বলেন, “এই অভিযান আসলে একটি মেসেজ। যে কোনো সময় আমরা আবার অভিযান চালাব।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ প্রেস রিলিজ/ ১৩-১১-১৭