জাতীয় মহিলা সংস্থা’র ক্যাটারিং প্রশিক্ষণের সরদপত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার আয়োজনে ক্যাটারিং (খাদ্য প্রস্তুতকরণ সংরক্ষণ ও সার্ভিসিং) প্রশিক্ষণ জেলা পর্যায় কর্মসূচীর তৃতীয়-চতুর্থ ও পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে শহরের ফুড অফিস মোড়স্থ জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়াসিন সুলতানা রুমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শাখা জাতীয় মহিলা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুফিয়া খাতুন, নকশী কাঁথা সহকারি প্রশিক্ষক খুরশিদা খাতুন, সহকারী প্রোগ্রামার তাসরিন সুলতানা, নকশী কাঁথা প্রশিক্ষক সেনুরা বেগম ও আইটি টেনার রেহেনাজ বন্যা।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় ৪ মাস ব্যাপী অনুষ্ঠিত হওয়ার বিভিন্ন প্রশিক্ষণের ৩ ব্যাচের মোট ৬৯জন শিক্ষার্থীদের মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-১১-১৭