নানা আয়োজনে জেলাজুড়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে নানান কর্মসুচি পালিত হয়েছে।
১৯৭২ সালের ১১ নভেম্বর বঙ্গবন্ধু’র নির্দেশে মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর প্রধান শেখ ফজলুল হক মনি যুবলীগের প্রতিষ্ঠা করেছিলেন।
দিবসটি উপলক্ষে সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে। পরে শহরের বঙ্গবন্ধু মঞ্চে জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মাসিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলকসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা যুবলীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন।
সভায় সংসদ সদস্য আব্দুল ওদুদ তার বক্তব্যে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নেতা কর্মীরা পুলিশী হয়রানীর মুখে পড়ছে উল্লেখ করে বলেন, ‘শিবগঞ্জের মর্দানায় যার বাড়িতে বোমা বিষ্ফোরণ ঘটে মানুষ মারা গেছে সেই বাড়ির লোক আসামী না হয়ে আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মীরা আসামী হচ্ছে’। পুলিশেল কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘ পোশাক পড়ে আওয়ামী লীগের নেতা সাজার দরকার নেই, পোশাক খুলে জনতার মাঝে আসুন। জনগনের মন জয় করুন’।
বর্ণাঢ্য র‌্যালিতে যুবলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভার আগে জন্মদিনের কেক কাটা হয়।
নাচোল 
 আমাদের নাচোল প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দলীয় পতাকা আন্দোলন, আনন্দ র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বিকেলে নাচোল সরকারি কলেজ মাঠে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ব্যান্ডপার্টি সহকারে আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি নাচোল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে নাচোল সরকারি কলেজ হলরুমে যুবলীগসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
নাচোল উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাচোল পৌরসভার মেয়র আবদুর রশিদ খান ঝালু, কসবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কসবা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান। প্রধান আলোচক ছিলেন নাচোল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহসভাপতি সাইদুর রহমান বাদল, নাচোল পৌর যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কসবা ইউনিয়ন যুবলীগের সভাপতি তৈমুর আলী, নেজামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ বর্মণ, নাচোল উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ শোভন ও সাবেক সভাপতি জাবিরউল ইসলাম প্রমুখ।
ভোলাহাট 
 আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, ‘যুবলীগের জাগরণ বাংলাদেশের উন্নয়ন’ শ্লোগানে শনিবার ভোলাহাট উপজেলা যুবলীগ শাখার আয়োজনে ৪৫তম যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পৌণে ৮টায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে বিকেলে বিশাল বর্ণাঢ্য র‌্যালি মেডিকেল মোড়ের আলীগ দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলার অলিতে গলি প্রদণি শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ সভাপতি রেজাউল করিম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আলীগ সভাপতি প্রকৌশলি আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আলীগ শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ডা. আশরাফুল হক চুনু, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা আলীগ শাখার সিনিয়ার সহসভাপতি ইয়াসিন আলী শাহ, সাবেক সভাপতি ওয়াজেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার মুকুল, সাবেক যুগ্ম সম্পাদক আফরাজুল হক বাবু। বক্তব্য রাখেন, ভোলাহাট সদর ইউপি আলীগ শাখার সভাপতি আনোয়ার হোসেন রজব, গোহালবাড়ী আলীগ সভাপতি মতিউর রহমান ও যুবলীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। এ সময় যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলে কেক কাটা হয়।
গোমস্তাপুর
 আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপরে আনন্দ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে উপজেলা যুবলীগের আয়োজনে রহনপুর কলোনিস্থ আওয়ামী লীগের কার্যালয়ে সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর  এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, সাবেক পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা মোমিন বিশ্বাস।
এদিকে শনিবার বিকেলে রহনপুর বেগম কাচারী প্রাঙ্গণে রহনপুর পৌর যুবলীগের উদ্দ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে কেক কর্তন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। পৌর যুবলীগের সভাপতি মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নিযামুল কবির বিজয়।
শিবগঞ্জ
আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান, নানা আয়োজনের মধ্য দিয়ে শিবগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বিকেলে ডাক বাংলো চত্বরে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতা গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম টিসু, যুবলীগ নেতা ওয়ালিদ আহমেদ কমল প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ আসাদুল্লাহ, নিজস্ব প্রতিবেদক/ ১১-১১-১৭

, , , ,