শিবগঞ্জে পুলিশের মহাপরিদর্শকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা ক্যাম্পাসে শনিবার জঙ্গিবাদ বিরোধী সভা ও পুলিশের মহা পরিদর্শক একেএম শহীদুল হকের সফর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, আওয়ামী লীগ নেতা ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, মির্জা শাহদাত হোসেন খুররম, এ্যাড. আতাউর রহমান প্রমুখ।
সভায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরা হয় এবং জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। শিবগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ্বে সমন্বয়ে অনুষ্ঠিত সভায় আগামী ৯ নভেম্বর পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হকের শিবগঞ্জ সফরের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সফরের কর্মসুচি সফল করতে তাদের অভিমত তুলে ধরেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-১১-১৭