বাখোর আলী পদ্মানদী এলাকা থেকে ৩০০ কেজি জাটকা ইলিশ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখোর আলী সীমান্তের পদ্মানদীতে অভিযান চালিয়ে প্রায় প্রায় ৩০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের মঙ্গলবার দিবাগতরাতে চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৯  ব্যাটালিয়নের বাখোর সীমান্ত ফাড়ির সদস্যরা সীমান্তঘেষা পদ্মানদীতে অভিযান অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করে। পরে বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজিবুল আলমের উপস্থিতিতে জব্দকরা জাটকা চাঁপাইনবাবগঞ্জ মৎস অধিদপ্তরের কাছে হস্তান্তর শেষে সরকারি শিশু পরিবার কেন্দ্রসহ ১১টি এতিম খানায় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এনএসআই’র উপ-পরিচালক শামসুজ্জোহা, জেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, আমনুরা মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক আব্দুর রহিম, জেলা মৎস্য দপ্তরের প্রধান সহকারী মোজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সরকারী নির্দেশনা মোতাবেক ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বাজারজাত ও মৌজুদ করা সম্পুর্ণভাবে নিষিদ্ধ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/১১-১০-১৭