চীন সরকারের স্কলারশীপ প্রাপ্ত ৫ শিক্ষার্থীদের সংবর্ধণা

চীন সরকারের কাছ থেকে স্কলারশীপ পাওয়া বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে ৫ শিক্ষার্থীকে সংবর্ধণা দেয়া হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে আয়োজনে ৫ শিক্ষার্থীর সংবর্ধণা দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আরজাদ আলীর সভাপতিত্বে সংবর্ধণা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল বিভাগের প্রধান প্রকৌশলী আলাউদ্দিন, ইলেকট্রনিক্স বিভাগের প্রধান শিক্ষক ফাতেমা খানম, প্রতিষ্ঠানের শিক্ষক আফজাল হোসেন, জাহিদুল ইসলাম, মাসুদ রানা, প্রবীণ সাংবাদিক তসলিম উদ্দিনসহ অন্যরা।
স্কলারশীপ পাওয়া শিক্ষার্থীরা হচ্ছে, আরিফ হাসান সজীব, আনোয়ার হোসেন, আবু রায়হান, নাদিম হোসেন, আব্দুল কাদের। এসময় প্রতিষ্ঠানের শিক্ষকগণ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই ৫ শিার্থী আগামী ১৫ অক্টোবর চীনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে। তাঁরা চীনের হেইবি কলেজ অব ইন্ডাস্ট্রি এন্ড টেকনোলজিতে উচ্চ শিা অধ্যয়ন করবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-১০-১৭