নাচোলে রানী ইলা মিত্রের ৯২তম জন্মবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তেভাগা আন্দোলনের নেত্রী রানী ইলা মিত্রের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে ইলা মিত্র গণপাঠাগার ও সংস্কৃতি চর্চা কেন্দ্র এ মহিয়সী নারীর জন্মবার্ষিকীর আয়োজন করে।
ইলা মিত্রের জন্মবার্ষিকী উপলক্ষে গণপাঠাগার প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাচোল পৌরসভার মেয়র আবদুর রশিদ খান ঝালু। বিশেষ অতিথি ছিলেন নাচোল পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন সাহা, নাচোল উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক হেলাল উদ্দিন সরকার, নাচোল উপজেলা শেখ রাসেল শিশু পরিষদের সভাপতি আব্বাস শেখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাচোল আদিবাসী পরিষদের সহসভাপতি রঞ্জনা রানী বর্মণ, নাচোল উপজেলা শেখ রাসেল শিশু পরিষদের সদস্য রীনা খান, ইলা মিত্র গণপাঠাগারের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম ও সদস্য আলাল উদ্দিন। সভাপতিত্ব করেন নাচোল উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবুল হোসেন। সভা পরিচালনা করেন ইলা মিত্র গণপাঠাগারের সভাপতি তৌহিদুল ইসলাম শাহীন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৮-১০-১৭

,