সুচি’র নোবেল পুরষ্কার বাতিল ও বিচারের দাবিতে বিক্ষোভ

মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা বন্ধে জাতিসংঘের সক্রিয় হস্তক্ষেপ ও মানবতা বিরোধী অপরাধী অং সান সুচির নবেল শান্তি পুরস্কার বাতিল এবং তার বিচারের দাবিতে সোমবার চাঁপাইনবাবগঞ্জে জাসদ সমর্থিত ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ মুজিব চত্বরে সমাবেশ করে।
জেলা জাদস ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদের আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ রুনুু, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর থানা জাসদের সাধারণ সম্পাদক  আঝারুল ইসলাম পিন্টু , জেলা যুবজোটের সভাপতি তরিুকুল ইসলাম, জাদস ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জাসদ পৌর ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন, জেলা জাসদের সদস্য মোজাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা তসিকুল রেজা খাঁন (তনু), আকাশ ।
বক্তরা মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে অং সান সুচির বিচারও দাবি করেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-১০-১৭