রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন ও হত্যার প্রতিবাদে উদীচী’র মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন ও হত্যার প্রতিবাদে বুৃধবার মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদ।
বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের কলেজ মোড়স্থ মুজিব চত্বরে সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উদীচী’র জেলা সংসদের সভাপতি কামরুজ্জামান রানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উদীচী’র জেলা সংসদের সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথন, এ্যাড. আবু হাসিব, নইমুলবারী, রফিক হাসান বাবলু, কেন্দ্রীয় জাসদের সদস্য ও জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
বক্তরা মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে আং সান সুচির বিচারও দাবি করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-১০-১৭