শিবগঞ্জে নিখোঁজের দু’দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক এলাকায় মহানন্দা নদীর ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজের দুইদিন পর বরকত আলী (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
শিবগঞ্জ থানার এসআই শাহ্ আলম জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মহানন্দা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গেলে পানিতে ডুবে নিখোঁজ হয় বরকত। তিনি জানান, স্থানীয়রা খোঁজাখুজি করে না পেয়ে রাজশাহী থেকে ডুবুরী, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সহায়তায় শনিবার বিকেলে বরকত আলীর গলিত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ০৮-১০-১৭
শিবগঞ্জ থানার এসআই শাহ্ আলম জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মহানন্দা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গেলে পানিতে ডুবে নিখোঁজ হয় বরকত। তিনি জানান, স্থানীয়রা খোঁজাখুজি করে না পেয়ে রাজশাহী থেকে ডুবুরী, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সহায়তায় শনিবার বিকেলে বরকত আলীর গলিত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ০৮-১০-১৭