জেলায় জামায়াতের হরতালে জীবনযাত্রা ছিলো স্বাভাবিক ❀ ছাত্রীগের হরতাল বিরোধী মিছিল
অন্যদিকে জামায়াত শিবিরের অযৌক্তিক হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা। বৃহস্পতিবার সকালে মিছিলটি কলেজ ছাত্রলীগের দলীয় টেন্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন, যুগ্ন সম্পাদক ফয়সাল আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ মাসরুর কুইক, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি ওয়ালিদ হোসন গালিবসহ জেলা ও উপজেলা শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা জামায়াত শিবিরের অযৌক্তিক হরতালের প্রতিবাদ করেন। এবং জামায়াত শিবিরের দেশবিরোধী কার্যকলাপের জন্য তাদেও বিচারের আওতায় আনার আহবান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-১০-১৭