চারজন গুনী পেলেন শিল্পকলা একাডেমি সম্মাননা

বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চতুর্থ বারের মত চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী ৪টি শাখায় অসমান্য অবদানের জন্য স্থানীয় চারজন গুনী শিল্পীকে সম্মাননা প্রদান করেছে।  সম্মাননা প্রাপ্তরা হলেন,কন্ঠ সংগীতে শামসুল হুদা, তাল যন্ত্রশিল্পী তবলায় শ্রী সত্যনাথ মন্ডল, নাট্যকলায় শাহ্ জাহান প্রামানিক ও লোকসংস্কৃতি আলকাপ গানে আব্দুস সালাম কেরামত। বিকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসাবে সম্মাননা প্রাপ্তদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। শাহনেয়ামতুল্লাহ কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি বলেজের বাংলা বিভাগের প্রধান মাযহারুল ইসলাম তরু। বিএমএর সাধারন সম্পাদক ডা গোলাম রাব্বানী,জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, সম্মাননা প্রাপ্ত শাহ্ জাহান প্রামানিক ও শ্রী সত্যনাথ মন্ডল। শারীরিক অসুস্থতার কারনে সম্মাননা প্রাপ্ত শামসুল হুদার ক্রেস্ট গ্রহন করেন তার ছেলে আমিরুল ইসলাম ও আব্দুস সালাম কেরামতের পক্ষে তার স্ত্রী সাহিদা বেগম ও ছেলে সোহাগ আলী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১০-১৭