পোল্লাডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে ৫ সদস্যের বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ আলী। ৬ সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেন ৮২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী অনিল আর কে টিগগা।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে গত ৪ অক্টোবর বাংলাদেশের নাগরিক ভোলাহাট উপজেলার ফেন্সিবাজার গ্রামের জামাল উদ্দিনের ছেলে ইয়াসিন আলীকে (৩২) আদমপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা আটক করে পিটিয়ে মারাত্মক জখম করে সীমান্ত পিলার ২০১/১৩ এস এর নিকট ফেলে যাবার ঘটনার প্রতিবাদ করা হয়। তবে বিএসএফ এঘটনায় তাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে।
বৈঠকে সীমান্তে শান্তিপুর্ণ পরিবেশ ও সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে বিজিবি বিএসএফ সৌহার্দপুর্ণভাবে কাজ করবে বলে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১০-১৭

,