শিবগঞ্জ সীমান্তে ৪ হাজার ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার  উজিরপুর ইউনিয়নের বহলাবাড়ি ঘাট পদ্মা নদীর চর এলাকা থেকে বুধবার ৪ হাজার ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুল এহসান রাত ৮টায় দিকে এক প্রেস নোটে জানান, গোপন খবরের ভিত্তিতে ব্যাটালিয়নের মনাকষা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার কবির উদ্দিনের নেতৃত্ব  উজিরপুর ইউনিয়নের বহলাবাড়ি ঘাট পদ্মা নদীর চর এলাকার সীমান্তে অভিযান চালায়। এ সময় বস্তা ভরা ৪ হাজার ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। লে.কর্নেল আবুল এহসান আরও জানান, দুর থেকে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল চোরাকারবারীরা ফেনসিডিলের বস্তাগুলি ফেলে কাশবনের মধ্যে দিয়ে দ্রুত পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৯-১৭

,