সাংবাদিক রফিকুল আলমের পিতার ইন্তেকাল
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসকাবের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ প্রতিদিনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এবং বেসরকারী টেলিভিশন নিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি রফিকুল আলমের পিতা শফি ইন্তেকাল করেছেন। সোমবার দিবাগত রাত সোয়া ১১ টায় তিনি হুজরাপুর জোড়ামোঠস্থ বাসভবনে তিনি মারা যায়ন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক রফিকুল আলম জানান, তাঁর পিতা মোঃ শফি কয়েকদিন আগে ডায়রিয়ার আক্রান্ত হলে চাঁপাইনবাবগঞ্জ সরকারী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় আসেন। রাতে আবারও অসুস্থ হয়ে পড়েন এবং রাত সোয়া ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সকালে সাড়ে ১০ টায় শহরের ফকিরপাড়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে যানাজা শেষে ফকিরপাড়া গোরস্থানে দাফন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৯-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৯-১৭