মহানন্দা নদীতে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ৩ কেজি জাটকা ইলিশ মাছ আটক করা হয়েছে।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলমের নেতৃত্বে মৎস বিভাগের একটি দল মহানন্দা নদীর খালঘাট থেকে চরমোহনপুর পর্যন্ত অভিযান চালায়। এসময় চরমোহনপুরে অবৈধ কারেন্ট জাল ও জাটকা ইলিশগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল খালঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জাটকা ইলিশ চাঁপাইনবাবগঞ্জ শহরের সরকারী শিশু পরিবার কেন্দ্রে বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস কর্মকর্তা শামসুল আলম শাহ জানান, জব্দ করা কারেন্ট জালের মূল্য প্রায় ১ লাখ টাকা।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৯-১৭