শিবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ জেএমবি সদস্য তৌহিদুল ইসলাম গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোবড়াবাজার থেকে অস্ত্র ও গুলিসহ জেএমবির সক্রিয় সদস্য তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সন্যাসী নামোধোবড়া গ্রামের মাহিদুর রহমানের ছেলে।
বুধবার ভোররাত সোয়া ৪টার দিকে গ্রেপ্তার পর চারটার দিকে তৌহিদুল ইসলামকে গণমাধ্যমের সামনে হাজির করে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের ওসি মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ধোবড়াবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ নব্য জেএমবি’র সক্রিয় সদস্য তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে বলেও জানান তিনি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৯-১৭

,