সরকারি মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ চত্বরে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলামের সভাপতিত্বে নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম মনজুর রেজা। বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট আফসার আলী। এসময় উপস্থিত ছিলেন, স্টাফ কাউন্সিলের সম্পাদক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, ২০১৭-২০১৮ শিক্ষা বর্ষের ভর্তি কমিটির আহবায়ক ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র শীল। আলোচনা সভা শেষে নবীন ছাত্রীদের বরণ করা হয় ও শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৯-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৯-১৭