শিবগঞ্জে গাঁজাসহ ১ জন আটক

শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া কাজীপাড়া এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ আজা আলী (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হলো- উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া কাজীপাড়ার নাসিরুদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার এএসআই রিপন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া নয়টার দিকে পুখুরিয়া কাজীপাড়া গ্রামের আজা আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ আজা আলীকে আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৪-০৯-১৭

,