শিবগঞ্জে অস্ত্রসহ ২ ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রাম থেকে সোমবার দিবগত রাতে র‌্যাব ও বিজিবি’র যৌথ অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ এক ভারতীয় দম্পতি আটক হয়েছে। আটককৃতরা হচ্ছে, মালদা জেলার কালিয়াচক থানার চক মাইলপুর গ্রামের শেখ মাহমুদের ছেলে কাদির শেখ (৫৭) ও তার স্ত্রী আলেকনুর বিবি (৫৩)।
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার সাকিবুল ইসলাম খান জানান, সোমবার দিবগত রাত দেড়টার দিকে অস্ত্র কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বাগিচাপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় সীমান্তের মাত্র ৫০০ গজ বাংলাদেশ অংশে ভারতীয় দম্পতি কাদির শেখ ও আলেকনুর বিবিকে ইউএসএ মেড চারটি পিস্তুল, আটটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করা হয়।
র‌্যাবের দাবি, তারা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৯-১৭

,