সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো ২০১৭-১৮ সালে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়েজিনে শনিবার ডাঃ আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকালে সুইমিং পুল চত্বরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক  মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সাঁতার কমিটির সভাপতি সফিকুল আলম ভোতা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না ও আব্দুল হান্নান মাস্টার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)’র পতœী আশরাফুন্নাহার হ্যাপী, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম (তোফা), জেলা ক্রীড়া সংস্থার সাঁতার কমিটির সম্পাদক বদিউজ্জামান বুধু।
এ বছর সাঁতার প্রতিযোগিতা ২৫টি ইভেন্টে বিভিন্ন বয়সী বালক ও বালিকারা অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৮-১৭

,