জেলা জজশীপের আয়োজনে লিগ্যাল এইড এর সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা জজশীপের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘গরীব দুঃখীর মামলা ব্যয়, সরকার দেয়’ শ্লোগানে সোমবার বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসের সদস্য সচিব বেগম নাদিরা সুলতানা, চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্র্রেট আদীব আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন খাঁন, সিভিল সার্জন ডা. কাজি শামিম আহম্মেদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) জবদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, জেল সুপার শফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোশাদ্দেক হোসেন কাজল, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা।
মাসিক সভায় জানানো হয়, গত জুলাই মাসে প্রাথমিকভাবে মঞ্জুরকৃত ১৭টি আবেদনপত্র পাওয়া যায়। আর প্রাপ্ত আবেদন পত্রের মধ্যে ফৌজদারী ১৫টি ও পারিবারিক ২টি। আর আবেদনগুলো সরাসরি ৭টি, ব্র্যাক থেকে ২টি, আদালত থেকে ১ ও জেলা কারাগার থেকে ৭টি আবেদন পাওয়া যায়। এ সভায় প্রাপ্ত আবেদনপত্রগুলো অনুমোদন মঞ্জুর করা হয়। এছাড়া দীর্ঘদিনের ঝুলে থাকা মামলা দ্রত নিষ্পত্তি করার বিষয়েও আলোচনা করা হয়। সভায় এবিআর বিকল্প প্রতিরোধের মাধ্যমে মামলা নিস্পত্তি, বিজ্ঞ আইনজীবীদের মামলা বিল অনুমোদন, আগষ্ট মাসে প্রাপ্য ১৭টি আবেদনের মধ্যে বিকল্প বিরোধ নিস্পত্তির জন্য ১০টি, সংশ্লিষ্ট আদালতে মামলা দায়েরের জন্য প্যানেল আইনজীবী নিয়োগ দেয়া হয় ১৭টি। চাঁপাইনবাবগঞ্জের দরিদ্র ও অসহায় মানুষদের মামলার বিরোধ নিস্পত্তির জন্য লিগ্যাল এইড অফিসে যোগাযোগের আহবান জানান এবং মামলা ছাড়ায় বিরোধ নিস্পত্তির জন্য যে কোন আইনী পরামর্শের জন্য জেলা লিগ্যাল এইড অফিসের কর্মকর্তারা সর্বদা প্রস্তুত রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৮-১৭