ভোলাহাটে ইয়াবাসহ ২ জন আটক

ভোলাহাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের মঙ্গলবার ইয়াবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে উপজেলা বজরাটেক পিরানচক গ্রামের বুলু মিয়ার ছেলে রিপন (২২) ও রাধানগর কলোনীর সাইদুরের ছেলে আবুল কালাম(২১)।
ভালাহাট থানার অফিসার ইনর্চাজ ফাসির উদ্দীন জানান, এসআই মহিদুরের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদ পেয়ে উপজেলার পোল্লাডাংগা ( নতুন হাজীপাড়া) মোড়ে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ ২জনকে আটক করা হয়। এ ঘটনায় ভোলাহাট থানায় মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১৬-০৮-১৭

,