পানি বাড়েনি পদ্মা ও মহানন্দায় ❀ বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা

গেল ক’দিন ধরে চাঁপাইনবাবগঞ্জের প্রধান নদী পদ্মায় পানি বৃদ্ধি পেলেও সোমবার পানি বাড়েনি। একই সঙ্গে মহানন্দায় গত ১২ ঘন্টায় পানি বৃদ্ধি পেয়েছে মাত্র ১ সেন্টিমিটার। তবে, পুণর্ভবায় পানি বৃদ্ধি পেয়েছে। পুণর্ভবা ও মহানন্দা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, সোমবার দুপুরে পুণর্ভবা নদীর পানি রহনপুর পয়েন্টে বিপদসীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময় মহানন্দা প্রবাতি হচ্ছিল বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে। যা সন্ধ্যায় মাত্র ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে গিয়ে দাঁড়ায় ১৪ সেন্টিমিটারে। পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী সৈয়দ শহীদুল আলম চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের সব নদীর পানি বৃদ্ধির হার কমে গেছে। রবিবার রাত থেকে পদ্মায় পানি বাড়েনি। মহানন্দাতেও তেমন বাড়েনি। কাজেই আশা করা যাচ্ছে মঙ্গলবার থেকেই পরিস্থিতির উন্নতি হবে’। তবে, তিনি সেপ্টেম্বর মাসে আরেক দফা বন্যা হওয়ার ঝুকি রয়েছে বলে উল্লেখ করেন।
এদিকে, পুণর্ভবায় পানি বৃদ্ধির কারণে গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। নতুন এলাকায় পানি ঢুকেছে। সোমবারও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
অন্যদিকে, চলতি বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুরুল হুদা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় বন্যায় ক্ষতির মুখে পড়েছে প্রায় ৪ হাজার ৬’শ ৭১ হেক্টর জমির ফসল। এর মধ্যে রোপা আমন ধান ক্ষেত ২ হাজার ৮’শ ৬১ হেক্টর, আউস ধান ক্ষেত ১ হাজার ৪’শ ৯৩ হেক্টর এবং শাক-সবজির ক্ষেত ৩১৭ হেক্টর রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৮-১৭

, ,