স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা পালিত
চাঁপাইনবাবগঞ্জ্ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাজেদুল হক সাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশসন চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডা. গোলাম বাব্বানীসহ জেলা আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি নির্বাচনে না আসার জন্য ষড়যন্ত্র করছে। এজন্য মা ছেলে লণ্ডনে বসে ষড়যন্ত্র করছে। তাদের এ ষড়যন্ত্র কেনাদিন সফল হবে না। আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। বক্তব্য শেষে প্রধান অতিথি কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৭-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৭-১৭