ভোলাহাটে বাল্যবিবাহ রোধে সচেতনতা মূলক ক্যাম্পেইন

ভোলাহাট উপজেলায় ৫ দিন ব্যাপি মাধ্যমিক স্কুল পর্যায়ে বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন রবিবার সকালে রামেশ্বর পাইলট ইনস্টিটিশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস, উপজেলা পরিবার পরিকপ্লনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, রামেশ্বর পাইলট ইনস্টিটিউটের সভাপতি অধ্য মাসুদ রানা, প্রধান শিক সাদেকুল ইসলাম।
উপজেলা পরিষদের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়ন এবং জাইকার সহায়তায় ৫ ভেন্যুতে মোট ১ হাজার ৮ শত ৪৫ জন শিার্থীদের মাঝে বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৩-০৭-১৭

,