সামনে নির্বাচন, অস্ত্র আসার মৌসুম এখন ❀ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, সামনে জাতীয় নির্বাচন। এটা অস্ত্র আসার মৌসুম। এসময় সন্ত্রাসীরা প্রস্তুতি নেয় সীমান্ত অতিক্রম করে অস্ত্র আনার জন্য। তাই আমাদেরও প্রস্তুত থাকতে হবে যাতে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে আসতে না পারে।
তিনি বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্তে ‘সীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। বিজিবি’র ৫৯ ব্যাটালিয়ন আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, বিজিবি’র অতিরিক্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম, পিএসসি (রিজিয়ন কমান্ডার রংপুর), অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কে এম ফেরদাউসুল শাহাব, বিজিবিএম, পিবিজিএমএস (ব্যুরো চীফ), ঢাকা, উপ-মহাপরিচালক কর্ণেল তানভীর আলম খান (পূর্ত শাখা), উপ-মহাপরিচালক কর্ণেল গাজী মুহাম্মদ সাজ্জাদ, এসপিপি, পিএসসি (সেক্টর কমান্ডার রাজশাহী), বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ আলী, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এরশাদ হোসেন খান, সদও মডেল থানার কর্মকর্তা সাবের রেজা আহমেদ, সিরাজুল ইসলাম, উপ-পরিদর্শক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রইচ উদ্দিন।
গরু চোরাচালন প্রসঙ্গে তিনি বলেন, ভারতে বিপুল পরিমান গরু পালিত হয়। ওই সব গরু তাদের দিতেই হবে। আমরাও চাই গরু আসুক। কিন্তু বাংলাদেশি রাখালরা যেন সীমান্ত অতিক্রম করে গরু আনতে না যায়। শূন্যরেখা থেকে গরু নিয়ে আসে। রাখালদের করিডোরের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। সীমান্তে কেউ হত্যার শিকার হলে করিডোর বন্ধ করে দিব।
সীমান্ত অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সহযোগিতা দিবে বিজিবি পরিচালিত সীমান্ত ব্যাংক এ আশ্বাস দিয়ে বিজিবি মহা পরিচালক আরো বলেন, সরকার সীমান্ত সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ সড়ক নির্মিত হলে এ অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
তিনি সীমান্তে অস্ত্র, মাদক চোরাচালান ও নারী-শিশু পাচার বন্ধে প্রশাসনসহ সবাইকে এিেগয়ে আসার আহ্বান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবিদক/ ২৬-০৭-১৭