অস্ত্র মামলায় এক জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় জেএমবির এক সদস্যকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত জেএমবি সদস্য হলো, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চর মোহনপুর গ্রামের দুরুল হোদার ছেলে সেলিম ওরফে হারুন মিস্ত্রি (৩৪)।
চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) জোবদুল হক জানান, ২০০৯ সালের ৭ জুলাই দুপুর দেড়টার দিকে র‌্যাব-৫ এর একটি দল স্থানীয় বিজিবি’র সহায়তায় জেএমবি’র সক্রিয় সদস্য সেলিমকে সদর উপজেলার জোহরপুর গ্রাম থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তুল, দুটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় র‌্যাব-৫ রাজশাহীর বিনোদপুর ক্যাম্পের এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে একই দিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। ওই বছর ৬ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই শাহিন আকন্দ সেলিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৪ জন স্বাীর স্ব্যা গ্রহন শেষে সোমবার আদালত এই রায় প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৭-১৭