নাচোলে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সুরাইয়া (৫৫) নামে একজন মারা গেছেন। মৃতের বাড়ি নাচোল উপজেলার মোমিনপাড়া গ্রামে। ঘটনাটি ঘটেছে শুক্রবার নাচোল রেলস্টেশনে। নাচোল স্টেশন মাষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুরাইয়া ও তার স্বামী মোসলেম উদ্দিন শুক্রবার রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে ভোর ৬টা ১০ মিনিটের মহানন্দা এক্সপ্রেস ট্রেন ধরার জন্য নাচোল রেলস্টেশনে যান। স্টেশন পৌঁছে দেখতে পান যে ট্রেন ছেড়ে যাচ্ছে। মোসলেম উদ্দিন দৌড়ে ট্রেনে উঠে পড়েন এবং তার স্ত্রীকে হাত ধরে টেনে তোলার চেষ্টা করলে সুরাইয়া ছিটকে ট্রেনের নিচে পড়ে যান। এতে তার পা হাঁটুর নিচ থেকে কাটা পড়ে যায়। দ্রুত তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। রাজশাহী নিয়ে যাওয়ার পথে গোদাগাড়ীতে সুরাইয়া মারা যান।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে জিআরপি রাজশাহী থানার ওসি আকবর আলীর সাথে মোবাইলে গতকাল দুপুর সাড়ে ১২ টায় যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়টি তিনি অবগত নন বলে এ প্রতিবেদককে জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/  ২৮-০৭-১৭

,