জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার লক্ষে রবিবার চাঁপাইনবাবগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হোদা, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা নহির উদ্দিন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসকাবের সভাপতি এমরান ফারুক মাসুম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় জানানো হয়, বন্যাসহ অন্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জের অনুকূলে পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। দুর্যোগ দেখা দিলে সমন্বিত উদ্যোগে তা সুষ্ঠুভাবে মোকাবেলা করার আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় বজ্রপাতে প্রাণহানি রোধে জেলায় কৃষি বিভাগের উদ্যোগে ব্যাপক পরিমাণ তাল গাছ লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৭-১৭