কিরণগঞ্জ সীমান্তে জনগণের সাথে বিজিবি’র মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিজিবি উদ্যোগে ‘অস্ত্র-গোলাবারুদ ও মাদক চোরাচালান এবং সীমান্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ’-শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে কিরণগঞ্জ ঈদগাহ মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আবুল এহসান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য, ইমাম, শিক, গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় মাদকদ্রব্য ও অস্ত্র-গোলাবারুদ পাচার, গরু চোরাচালান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম বা অনুপ্রবেশ ও অন্যান্য আন্ত:রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধকল্পে প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টির ল্েয উপস্থিত স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করা হয়। প্রধান অতিথি, বিশেষ করে অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে সর্বস্তরের জনগণকে তথ্য প্রদান ও সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে আসার জন্য আহব্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৭-১৭
সভায় মাদকদ্রব্য ও অস্ত্র-গোলাবারুদ পাচার, গরু চোরাচালান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম বা অনুপ্রবেশ ও অন্যান্য আন্ত:রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধকল্পে প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টির ল্েয উপস্থিত স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করা হয়। প্রধান অতিথি, বিশেষ করে অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে সর্বস্তরের জনগণকে তথ্য প্রদান ও সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে আসার জন্য আহব্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৭-১৭