বক্সিং একাডেমীর বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা ও ইফতার

চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির আয়োজনে স্বাধীনতা দিবস বক্সিং প্রতিযোগীতা-১৭ এর বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল বুধবার চাঁপাইনবাবগঞ্জ পুরাতন ষ্টেডিয়াম সংলগ্ন জিমনেশিযামে অনুষ্ঠিত হয়েছে। একাডেমির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমি সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সহসভাপতি গোলাম জীবন কাদের,পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম ও ওয়ারেছ আলী,জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্দুল হান্নান,সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম,জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান তালুকদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব আলী, একাডেমি উপদেষ্টা অধ্যক্ষ আতিকুল ইসলাম,মোহিত কুমার দাঁ,জেলা বিএমএ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী,পৌর আ’লীগ সাধারণ সম্পাদক আ্যাড.মিজানুর রহমান সহ আমন্ত্রিত বিভিন্ন শ্রেণী-পেশার অতিথিবর্গ। সংবর্ধনাপ্রাপ্ত মুষ্টিযোদ্ধারা হলেন-৪৯ কেজি ওজন শ্রেণীতে মেহেদী হাসান, ৫২ কেজিতে আব্দুল হাকিম, ৪৬ কেজিতে কাজল খাতুন, ৪২ কেজিতে মেহেরুন নেসা রোকেয়া, ৫৬ কেজিকে নীরব হোসেন, ৫২ কেজিতে কাওসার হোসেন,৪৯ কেজিতে নূর নাহিদ ও ৫৬ কেজিতে সাকিব হোসেন। তাঁদের প্রত্যেককে নগদ অর্থ,ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। বাংলাদেশ আমেচার বক্সিং ফেডারেশনের সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৬-১৭