কানসাটে হিন্দু সম্প্রদায়ের দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পাগলা নদীর গঙ্গাশ্রম ঘাটে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় আয়োজন জাহ্নুমণির দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহাসিক কানসাটের গঙ্গাশ্রম ঘারে দশহারা তিথী অনুযায়ী জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। গঙ্গাস্নানকে সামনে রেখে রোববার ভোর থেকে রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া ও দিনাজপুরসহ উল্টরাঞ্চলের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ পাগলা পাড়ে। গোটা কানসাট এলাকা হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়। পাপ মোচন ও পুণ্যের  আশায় সমবেত হওয়ার মানুষরা নদী তীরে প্রার্থনা, গীতাপাঠ পূজা অর্চনা করে। পরে পুর্ণার্থীরা অংশ নেয় ধর্মসভায়। কানসাট গঙ্গাশ্রম কমিটির এই আয়োজনকে ঘিরে পাগলা তীরে বসেছে গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন প্রসাধনী, কাঠের আসবাবপত্র, মাটির তৈরি জিনিসপত্র, খাবারসহ হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ বিক্রি হচ্ছে। গঙ্গাস্নান উপলক্ষে বসেছে কির্ত্তনের জমজমাট আসরও।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ০৪-০৬-১৭

,