চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রদান

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশের কাজে বিশেষ অবদানের জন্য বিভিন্নস্তরের কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম। ২০১৭ সালের এপ্রিল মাসে পুলিশের কাজে বিশেষ অবদান রাখায় এসব পুরস্কার প্রদান করা হয়। জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের সু-চিকিৎসার জন্য আর্থিক সাহায্য বাবদ ৫১ হাজার টাকা প্রদান করা হয় গোমস্তাপুর উপজেলার কাঁশিপুর গ্রামের মৃত অবসরপ্রাপ্ত কনষ্টেবল সৈয়দ হুমায়ন রেজার ছেলে সৈয়দ লিপন রেজাকে। বিশেষ কাজে পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান (২০ হাজার টাকা), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ওয়ারেঠছ আলী মিয়া (১০ হাজার টাকা), এ.এস.পি গোমস্তাপুর সার্কেল এটিএম মাইনুল ইসলাম (১০ হাজার টাকা), ট্রাফিক ইন্সপেক্টর মে খলিলুর রহমান, মোটরযান শাখায় (ব্যক্তিগত ২ হাজার, দলগত ৪ হাজার টাকা), জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ মাহবুব আলম (১০ হাজার টাকা), জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডি.আই.ও.ওয়ান) মোঃ সানাউল হক (ব্যক্তিগত ৫ হাজার, দলগত ১০ হাজার টাকা), কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন (৩ হাজার টাকা), সদর মডেল থানা অফিসার ইনচার্জ সাবের রেজা আহমেদ (৫ হাজার টাকা), শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল ইসলাম হাবিব (৫ হাজার টাকা), নাচোল থানা অফিসার ইনচার্জ মোঃ ফাছির উদ্দিন (১০ হাজার টাকা), সদর থানার এস.আই রনি শাহা (১ হাজার টাকা), মোঃ খাইরুল ইসলাম (৩ হাজার টাকা), গোলাম রসুল (২ হাজার টাকা), মোঃ বদরুল ইসলাম (২ হাজার টাকা), মোঃ এছাহাক (৫’শ টাকা), এ.এস.আই মোঃ ফয়সাল (২ হাজার টাকা), শিবগঞ্জ থানার এস.আই মোঃ আব্দুস সালাম (২ হাজার টাকা), গৌতম চন্দ্র মালি (৬ হাজার টাকা), মোঃ শহিদুল ইসলাম (১ হাজার টাকা), মোঃ রেজাউল করিম (২ হাজার টাকা), মোঃ আব্দুস সবুর (৫’শ টাকা), নাচোল থানার এস.আই মোঃ আব্দুল বারেক (২ হাজার টাকা), শ্যামল কুমার (২ হাজার টাকা) পুরস্কার হিসেবে প্রদান করা হয়। একই অনুষ্ঠানে প্রশিক্ষন সমাপ্তকারী ২ জন অফিসারকে বিদায়ী সংবর্ধণা দেয়া হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৬-১৭