শেখ রাসেল ডিজিটাল ল্যাব শিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের শিক্ষকদের জন্য “আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলশুটিং এবং মেইন্টেনেন্স” প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে । সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশিক্ষণ রুমে ৫দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান।
বাংলাদেশ কারীগরি শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন শেখ রাসেল ডিজিটাল ল্যাবের শিক্ষকদের দক্ষতা উন্নয়নের লক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মতিউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হুমায়ুন কবির খান। প্রশিক্ষক হিসেবে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক জাহাঙ্গীর আলম ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার সেলিম রেজা। মোট ৩ টি ব্যাচে ৩৪ জন করে ১০২ জন শিক্ষককে ৫ দিন করে প্রশিক্ষণ দেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৫-১৭