অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম মিরাতুল ইসলামের স্মরণ সভা

শিবগঞ্জ ¯œাতক মহাবিদ্যালয়ে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম মিরাতুল ইসলামের স্মরণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলাবার সকালে মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ ব্রাইনির ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবদুল হান্নান, এ্যাড. সাইফুল ইসলাম রেজা, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, কৃষ্ণগোবিন্দপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, গর্ভনিং বডির সদস্য শামসুর রহমান বাবু, মাহমুদুল হক, ছাত্রদের মধ্যে সুফি তানভির আহম্মেদ প্রমূখ।
বক্তারা- মরহুম মিরাতুল ইসলামের শিক্ষা, রাজনৈতিক ও শিক্ষকতা জীবনের দীর্ঘ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, মরহুম মিরাতুল ইসলাম শিবগঞ্জ মহিলা কলেজ ও শিবগঞ্জ ¯œাতক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ছিলেন। তিনি ১৯৮৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত শিবগঞ্জ ¯œাতক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। মিরাতুল ইসলাম গত পহেলা মে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ১৬-০৫-১৭

,