কালবৈশাখীর পর শিলাবৃষ্টিতে চরম ক্ষতির মধ্যে আমচাষীরা

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় শুক্রবার শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি সপ্তাহে কালবৈশাখী ঝড়ের পর শিলাবৃষ্টিতে বেকায়দায় পড়েছে আমচাষীরা।
 বিকেলে ঝড় বৃষ্টির পর হটাৎকরে শিলাবৃষ্টি শুরু হয। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া, মহারাজপুর, ঝিলিম, বালিডাঙ্গা, শিবগঞ্জ উপজেলার মনাকষা, বিনোদপুর, কানসাট, মোবারকপুরসহ আশেপাশের ইউনিয়নে ব্যাপক পরিমাণ শিলা বৃষ্টি হয়।
চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হুদা জানান, শিলাবৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হয়ে তা প্রাথমিকভাবে নিরূপন করা সম্ভব হয়নি। শিলাবৃষ্টিতে আমের পাশাপাশি ধান, গম, ভুট্টাসহ অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে। কানসাটের আম ব্যবসায়ীরা রেজাউল করিম, শফিকুল ইসলাম শফিক, আব্দুল জাব্বারসহ কয়েক একজন জানিয়েছেন, চলতি মৌসুমে গেল ১ মে’র কালবৈশাখীর তান্ডবের পর শিলাবৃষ্টিতে চরম ক্ষতির মুখে পড়েছেন শত শত আম চাষী।
এদিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাহবুবর রহমান মিজান জানান, শিলা বৃষ্ঠিতে প্রায় ৩০-৪০ ভাগ আম ক্ষতিগ্রস্থ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৫-১৭

,