মানসিক প্রতিবন্ধী পারবতী সাহা সন্ধান চাই
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পৌর এলাকার নয়নশুকা তেলীপাড়ার অচিন সাহার মানসিক প্রতিবন্ধী মেয়ে পারবতী সাহা(২৫) কে গত ২৯ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছে। অচিন সাহা সাধারণ ডায়েরীতে উল্লেখ্য করেন, আমার মেয়ে পারবতী সাহা মানসিক প্রতিবন্ধী। সে বাড়িতে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। অদ্যবধি সে বাড়িতে ফেরেনি। আত্মায়স্বজন সহ অনেক জায়গায় অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় তিনি একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং-১৫৩, তারিখ-০৪-০৫-২০১৭ইং।
কোন সহৃদদয় ব্যাক্তি পারবতীর সন্ধান পেলে ০১৭৭০-০৮৪৭১৬/ ০১৭৯৪৮৫৮১৫৮ এই নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৫-১৭
কোন সহৃদদয় ব্যাক্তি পারবতীর সন্ধান পেলে ০১৭৭০-০৮৪৭১৬/ ০১৭৯৪৮৫৮১৫৮ এই নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৫-১৭