Sidebar Ads
শিবগঞ্জে ৪টি ইট ভাটা অপসারনের দাবীতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নে  শিক্ষা প্রতিষ্ঠানের পার্শে আমবাগান ও ফসলী জমিতে অবস্থিত ৪টি ইটভাটা অপসারনের দাবীতে বৃহস্পতিবার প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে এলাকার শিক্ষার্থীসহ সর্বশ্রেণীর মানুষ।
কয়লা দিয়াড় পরিবেশ সংরক্ষণ কমিটি ব্যানারে সকালে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশার ৩-৪ হাজার মানুষ কয়লার দিয়াড় হতে ধোবপুকুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে। এ সময় শিক্ষার্থীদের হাতে হঠাও ভাটা বাঁচাও শিক্ষা, হঠাও ভাটা বাঁচাও প্রাণ, ভাটার কারনে আম গেলো, ধান গেলো, ভাটার কালোধোয়ার কারনে ক্যান্সার হলোসহ বিভিন্ন শ্লোগান সম্মিলিত ব্যানার ও ফেস্টুন দেখা গেছে।
ঘন্টাব্যাপি চলাকারে মানববন্ধনের বক্তব্য রাখেন পরিবেশ সংরক্ষন কমিটির আহ্বায়ক জেনারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম, কয়লার উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুল সালেক, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সোনামসজিদডিগ্রী কলেজের প্রভাষক আবির হোসেন, কয়লার দিয়াড় উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির হোসেন প্রমুখ।
বক্তারা সবাই দ্রুত  ঐ ৪ভাটা অপসারনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এবং দ্রুত ভাটা অপসারন না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দিবেন বলে জানান। উল্লেখ্য যে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামে ৪টি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা ও ২টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৮-০৫-১৭

,
Powered by Blogger.

Tags

Categories

Categories

Advertisement

Main Ad

International

Auto News

Tags

Chapainawabganjnews

Popular Posts

Popular Posts